
শনিবার, ৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | স্বাস্থ্য » ভোলায় করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু ।। লালমোহন বিডিনিউজ
ভোলায় করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে নারীসহ আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদর উপজেলা শহরের লক্ষন চন্দ্র সাহা (৭০), কাচিয়া ইউনিয়নের কালিমুল্লা (৫৫), বোরহানউদ্দিন উপজেলার জয়া এলাকার দেলোয়ার (৫৫) ও দৌলতখান উপজেলার জয়নগরের বিবি মরিয়ম (৭৫) করোনা আক্রান্ত হয়ে এবং দৌলতখান উপজেলার সাইফুল ইসলাম (৬০) উপসর্গ নিয়ে করোনা আইসোলেশন ইউনিটে মারা যান। শনিবার ভোলা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোঃ সিরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৫৬ জনে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৭৫ জনের মৃত্যু হয়েছে।
ভোলার সিভিল সার্জন দপ্তরের দেয়া ৭ আগস্টের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় র্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে ৪১৭ জনের নমুনা পরীক্ষা করে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১০৮ জন। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ২৬ শতাংশ। এর মধ্যে ৭৯ জন ভোলা সদর, ৪ জন দৌলতখান, ১৩ জন বোরহানউদ্দিন, ও ১৮ জন চরফ্যাশন উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮৪৯ জনে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৪ হাজার ৮৪৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩১ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ১১৭ জন। এছাড়া ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ১ হাজার ৪২৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩১৬ জন। বর্তমানে সেখানে ৮৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে আরো অন্তত ২০০ জনকে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ২১ হাজার ৮৫৯ জনের নমুনা সংগ্রহ করে র্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে।