
শনিবার, ৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে নির্দেশনা ।। লালমোহন বিডিনিউজ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে নির্দেশনা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : চলমান করোনাভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি মেনে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য স্বাস্থ্য সেবা বিভাগ একটি গাইডলাইন দিয়েছে।
এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান, আলোচনা সভা এবং মিলাদ মাহফিলে প্রবেশ ও বের হতে, আলাদা দুইটি পথ করতে হবে। জনসমাগম কম রাখতে হবে।
প্রবেশ পথে সাবান পানি রাখা কিংবা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। শ্রদ্ধাজ্ঞাপনের জায়গায় ১৫ থেকে ২০ জনের বেশি প্রবেশ করতে পারবে না এবং তিন ফুট করে শারীরিক দূরত্ব মানতে হবে। সমাবেশে আসা সবার মাস্কপরা বাধ্যতামূলক করা হয়েছে।
শারীরিক অসুস্থতা নিয়ে সমাবেশে যাওয়া যাবে না । স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলার গাইডলাইন দেয়া হয়।