মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | শিরোনাম | সর্বশেষ » সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ আগামী কাল থেকে
সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ আগামী কাল থেকে
লালমোহন বিডিনিউজ ,সোহেল ঢাকা :দেশে বায়োমেট্রিক পদ্ধতিতে বা আঙ্গুলের ছাপ দিয়ে মোবাইল ফোনের সিম নিবন্ধনের পরীক্ষামূলক উদ্বোধন করা হচ্ছে আগামীকাল বুধবার থেকে। এ পদ্ধতির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মন্ত্রিত্ব গ্রহণের তিনমাস পূর্তি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
তারানা হালিম বলেন, ১৬ ডিসেম্বর থেকে এ বায়োমেট্রিক পদ্ধতি পূর্ণাঙ্গভাবে চালু করবে মোবাইল ফোন অপারেটরা। এর আগে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়বুধবার এ পদ্ধতির পরীক্ষামূলক উদ্বোধন করবেন ।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মন্ত্রীত্বের তিন মাসের অর্জন সম্পর্কে বলেন, আমি মন্ত্রিত্ব গ্রহণের পর ৯০ দিনের একটি কর্ম পরিকল্পনা দিয়েছিলাম। আজকে আপনাদের সামনে পরিকল্পনার অগ্রগতি তুলে ধরছি।
তিনি বলেন, ১৭ জুলাই থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তিন মাসের এই পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পেরেছে টেলিফোন শিল্প সংস্থা। সবচেয়ে দূর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশ সাব মেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।