শুক্রবার, ৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ড্রপডাউন ব্যানার টানায়নি “ষাট দরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়” ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে ড্রপডাউন ব্যানার টানায়নি “ষাট দরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়” ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষ্যে ১লা আগস্ট থেকে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভবনে ড্রপডাউন ব্যানার ব্যবহারের নির্দেশনা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
তবে সপ্তাহ পেরিয়ে গেলেও সে নির্দেশনা অমান্য করে ড্রপডাউন ব্যানার উত্তোলন করেনি ভোলার লালমোহন উপজেলার চরভূতার “ষাটদরুণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আজ শুক্রবার (৬ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চরভূতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার “ষাট দরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ড্রপডাউন ব্যানার টানানো নেই।
১ আগস্ট থেকে ড্রপডাউন ব্যানার টানানোর নির্দেশনা থাকলেও এক সপ্তাহ শেষেও সে নির্দেশনা বাস্তবায়ন করতে পারেননি বিদ্যালয় কর্তৃপক্ষ।
স্থানীয়রা ক্ষোভ প্রকশ করে জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে ড্রপডাউন ব্যানার দেখা গেছে। তবে ষাট দরুন বিদ্যালয়ের কর্তৃপক্ষের উদাসীনতার কারণে নির্দেশনার সপ্তাহ শেষেও ব্যানার টানাতে দেখা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে “ষাট দরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর প্রধান শিক্ষক মো. সিরাজল হক বলেন, ১ আগস্ট নয়, ২ আগস্ট এ নির্দেশনা সম্পর্কে জানতে পারেন তিনি। বর্তমানে তার ড্রপডাউন ব্যানারটি প্রিণ্টিং প্রেসে ছাপানাে হচ্ছে। আগামীকালের মধ্যে ড্রপডাউন ব্যানার লাগানো হবে।