
শুক্রবার, ৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জনের প্রাণহানি ।। লালমোহন বিডিনিউজ
করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জনের প্রাণহানি ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৪৮ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২২ হাজার ১৫০ জনের মৃত্যু হলো। এছাড়া গেল ২৪ ঘন্টায় সারা দেশে ৭০৭টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ৪৮ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২ হাজার ৬০৬ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জনে দাঁড়ালো। আজ শুক্রবার (৬ আগস্ট) করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।