শুক্রবার, ৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শিশুর মরদেহ উদ্ধার || লালমোহন বিডিনিউজ
লালমোহনে শিশুর মরদেহ উদ্ধার || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে শান্তা (৬) নামে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল আনুমানিক সোয়া ৫টার দিকে পৌর ১২ নং ওয়ার্ড সওদাগর চৌমুহনী এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। শান্তা একই ওয়ার্ডের গোলদার বাড়ির মৃত চিটু মিয়ার ছেলে মো. মহসিনের কন্যা।
শিশুটির চাচা মো. সবুজ জানায়, তার ভাই মহসিন কাজের সুবাদে ঢাকায় থাকেন, আর ভাবি একই এলাকার কামাল হোসেন সওদাগর বাড়িতে গৃহকর্মীর কাজ করেন।
মায়ের সাথে ওই বাড়িতে থাকতো শান্তা। প্রতিদিনের মত শুক্রবার দুপুরে মায়ের সাথে পুকুরে গোসল করতে যায় সে। গোসল শেষে শান্তাকে না দেখে সে ঘরে ফিরেছে ভেবে মাও ঘরে ফিরেন। তবে শান্তা কে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে দুপুর আড়াইটার দিকে বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে, আগামীকাল ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলায় প্রেরণ করা হবে।