বৃহস্পতিবার, ৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মরিয়ম বেগম’র সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা-৩ সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন।
বক্তব্যে এমপি শাওন বলেন, পাকিস্তান রাষ্ট্রে শোষণ, বঞ্চনা-নির্যাতনের বিরুদ্ধে বাঙালির স্বাধীনতা আদায়ের সংগ্রামের পরিক্রমা আর শেখ কামালের বেড়ে ওঠা ছিল সমান্তরাল। শেখ কামাল ছিলেন উপমহাদেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠক ও আধুনিক ফুটবল, ক্রিকেটের প্রবর্তক। আধুনিক বাংলার ক্রীড়াঙ্গনে চির অম্লান হয়ে থাকবেন শেখ কামাল। রাষ্ট্র বা সরকার প্রধানের ছেলে হয়েও অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন তিনি। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও তিনি ছিলেন নির্লোভ, নির্মোহ। এজন্য শেখ কামাল বর্তমান প্রজন্মের কাছে এক অনুকরণীয় ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।