মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনের শশীভুষনের রসুলপুরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
চরফ্যাশনের শশীভুষনের রসুলপুরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
লালমোহন বিডিনিউজ , চরফ্যাশন সংবাদাতা: শশীভূষনের রসুলপুরে কু প্রস্তাবে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে ।অভিযোগ সুত্রে জানা যায়, রসুলপুর ইউনিয়নর ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আইয়ুব আলী দেওয়ান এর স্ত্রী কে একই বাড়ীর বাসিন্দা মোঃ শাহ আলম এর ছেলে মোঃ মাকসুদ(২২) বিভিন্ন ভাবে কু প্র¯তাব ও উত্যক্ত করত । আইয়ুব আলীর স্ত্রী মাকছুদের কথায় সাড়া না দেয়ায় মাকছুদ সুযোগ খুজে এক সময় ঘরের ভিতর একা থাকা আইয়ুব আলীর স্ত্রীকে জোড় পূর্বক ধর্ষন করার চেষ্টা করে । এ সময় তার ডাক চিৎকারে বাড়ীর আশপাশের লোকজন চলে আসলে মাকসুদ দ্রুত পালিয়ে যায় বলে জানান আইয়ুব আলীর স্ত্রী । ধর্ষন চেষ্টার বিষয়টি এলাকায় জানা জানি হলে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।
বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার জন্য আইয়ুব আলীর পরিবারের লোকজন স্থানীয় কয়েকজন শালীশ কে জানায় ।
এতে শালীশগন একে একে দুই তিনবার ফয়সালা করার তারিখ দিয়ে ও অদৃশ্য কোন এক কারনে মিমাংসা করেনি বলে ও অভিযোগ করেছেন আইয়ুব আলী ।
ঘটনায় স্থানীয় ভাবে মিমাংসা না পাওয়ায় আইয়ুব আলীর স্ত্রী ১৭/১০/১৫ তারিখে মো: শাহআলম দেওয়ান (৫৫) ও তার ছেলে মো: মাকসুদ (২২) এর নামে শশীভূষন থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
পরবর্তীতে শাহ আলম দেওয়ান তার ছেলে মাকসুদ এর কু-কীর্তি ও তার অপকর্মের ঘটনা ধামাঁচাপা দেয়ার জন্য আইয়ুব আলীর পরিবারের সকলের বিরুদ্ধে রসুলপুর থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন ।
এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে শাহ আলম দেওয়ান এর ছেলে মাকসুদ এর আরো অনেক অপকর্মের কথা তুলে ধরেন ।
বিবি রহিমা নামের একজন মাকসুদ এর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমার দুই মেয়ে সংসার ভাঙ্গাঁর জন্য ও বিভিন্ন ভাবে কু প্রস্ত্বাব দিত মাকসুদ ।
অপরদিকে আইয়ুব আলী ক্ষোভের স্বরে বলেন, আমরা অসহায় গরিব বলে থানায় অভিযোগ দায়ের করার পর ও কোন ফল পাইনি ।
আমাদের অভিযোগ তদন্তের জন্য থানা থেকে কোন পুলিশ পরিদর্শনে আসেনি । কোন মহলের সহায়তা ও পাইনি ।
অথচ বিত্তশালী শাহ আলম দেওয়ান কিছু প্রভাবশালী মহলের সহায়তায় নিজেদের কু-কর্ম ঢাকার জন্য আইয়ুব আলী, মোঃ হাবিব, রেশমা বেগম, মোঃ জাকির দেওয়ান, মোঃ জহিরুল ইসলাম, এবং ভূক্তভোগী সুরমা বেগমের নামে রসুলপুর থানায় প্রথমে অভিযোগ পরে মামলা দায়ের করে । যার মামলা নং-১০,তারিখ ১৮/১০/১৫ ইং,ধারা নং-১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৩৫৪/৫০৬(২) পি সি এবং এই মামলায় ভূক্তভোগী আইয়ুব আলীর মামা মো: হাবিবকে গ্রেফতার করে শশীভুষন থানা পুলিশ ।
এ ব্যাপারে শশীভূষন থানার অফিসার ইনচার্জ সামছুল আরেফিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বাদী বিবাদী উভয়েই পরস্পর আত্মীয় স্বজন । এ ব্যাপারে স্থানীয় শালীশগনের মাধ্যমে মিমাংসা করার কথা চলছে ।