বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে যুবতীর মরদেহ উদ্ধার || লালমোহন বিডিনিউজ
লালমোহনে যুবতীর মরদেহ উদ্ধার || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে নিজ বসতঘর থেকে মোসাঃ শিমলা (২০) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ড হরিগঞ্জ এলাকায় যুবতীর বসতঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। শিমলা ওই এলাকার মতলব চৌকিদার বাড়ির মোঃ আবুল কাশেমের মেয়ে।
আজ বৃহস্পতিবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়।
শিমলার বাবা আবুল কাশেম লালমোহন বিডিনিউজ কে জানান, ঢাকা সদরঘাটের ঘাট শ্রমিকের কাজ করেন তিনি। প্রায় বছরখানেক আগে নিজের ভাগ্নে মোঃ কামরুলের সাথে মেয়ের বিবাহ দেন। ভাগ্নে ও ঢাকার উত্তরায় কফির দোকানে কাজ করেন। বিয়ের পর থেকে উভয়েই ঢাকায় তার কাছেই থাকতেন। ঈদের আগে পরিবারের সবাইকে গ্রামের বাড়িতে আসেন তিনি।
এদিকে বর্তমান করোনা পরিস্থিতির মেয়েকেসহ পরিবারকে গ্রামের বাড়িতে থাকার কথা বলেন, এতে বাবার প্রতি অভিমান হয় শিমলার।
তারই সূত্র ধরে বুধবার দুপুরে স্বাস্থ্য খারাপ বলে নিজের স্বামীকে পার্শ্ববর্তী ফার্মেসী ঔষধ আনতে পাঠিয়ে এ সুযোগে শিমলা ঘরের আঢ়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলেও জানান আবুল কাশেম।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ লালমোহন বিডিনিউজ কে বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে আনা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে।