মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষ: আহত-৫
লালমোহনে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষ: আহত-৫
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেড় ধরে দু’ গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. ছাইফুর রহমান আবির (২৬), মাহবুবুর রহমান সেলিম মাস্টার (৪৫), প্রতিপক্ষ মো.তানজিল হোসেন সুমন (২৯),মো. আবুল কালাম সর্দার (৪০) মো: মনোয়ার হোসেন (৩৫)। স্থানীয়রা আহতদের উদ্ধরি করে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, লালমোহন পৌরসভা ৭ নং ওয়ার্ড নওয়াব প্রফেসর বাড়ীর মো:.আফছার উদ্দিন মাষ্টারের সাথে ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার এলাকার আ: হাই এর সাথে দীর্ঘদিন ধরে ২৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল । এই বিরোধদের জের ধরে সোমবার বিকেল ৪টায় শুপাড়ি পাড়াকে কেন্দ্র করে দালাল বাজার এলাকার হরভোজন দাস বাড়ীর কাছে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের জরিয়ে পরে।
আহত মো: আফছার উদ্দিন মাষ্টার জানান, ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার হরিদাস বাড়ীর কাছে আমাদের রেকর্ডিয় সম্পত্তি একই এলাকার মৃত আঃ হাই মিয়ার ছেলেরা জোড়পূর্বক দখল করার চেষ্টা করে আসছিল । এ ব্যাপারে একটি শালীস মিমাংসার তারিখ ও হয়েছিল । কিন্তু মৃত আঃ হাই মিয়ার ছেলে আবু কালাম সর্দার, সুমন শালিশ বিচার অমান্য করে দলবল নিয়ে আমাদের বাগানের সুপারি পাড়তে থাকে । সুপারি পাড়ার খবর পেয়ে আমার ছোট ভাই মো.মাহবুবুর রহমান সেলিম মাষ্টার ও আমার ছেলে ছাইফুর রহমান আবির তাদের কে বাধা দিলে তারা আমার ছেলে ও আমার ভাইকে কুপিয়ে গুরুত্বর ভাবে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লালমোহন থানায় নিয়ে আসলে থানা কর্তৃপক্ষ তাদের চিকিৎসার জন্য লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে আঃ হাই মিয়ার ছেলে সুমন জানান, আমি হাসপাতাল এলাকায় আসলে আফছার উদ্দিন মাষ্টারের ছেলে আবিদ সহ আরো কয়েকজন মিলে আমাদের পক্ষের তিন জনকে মারধর করে আহত করেন।