শনিবার, ২৪ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গাঁজাসহ দুইজন আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে গাঁজাসহ দুইজন আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ১’শত গ্রাম গাঁজাসহ রাকিব (২২) ও জসিম (২০) নামে দুইজন কে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব চরলক্ষ্মী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
রাকিব চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন পালিশারা গ্রামের দুলালের ছেলে এবং জসিম বোরহানউদ্দিন উপজেলার কুড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় লালমোহন থানার এস আই মোঃ সাইদুর রহমান ও সংগীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার কালমা ইউনিয়নপর ৮নং ওয়ার্ড পূর্বচরলক্ষী গ্রামের “হারাইবাড়ী প্রাইমারি স্কুল” এর সামনে থেকে রাকিব ও জসিম কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।