শনিবার, ২৪ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে বসতঘরে হামলা, আহত-৩।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে বসতঘরে হামলা, আহত-৩।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ঃ ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
শনিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড পাঙ্গাশিয়া গ্রামের হাফিজ মেস্তুরি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই বাড়ির মৃত হানিফ মেস্তুরির ছেলে আমির হোসেন (৬০), তার মেয়ে সুরমা বেগম (৩০) ও ছেলে মোঃ আঃ মান্নানের স্ত্রী ইয়াসমিন বেগম (৩০)। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
এদিকে বসতঘরে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনায় আমির হোসেনের ছেলে ও ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আঃ মান্নান বাদি হয়ে লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে অভিযোগের ভিত্তিতে হামলার ঘটনার মূল হোতা মোঃ শফিউল্যাহ কে আটক করে পুলিশ।
অভিযোগ ও আহতদের সূত্রে জানা গেছে, মৃত হানিফ মেস্তুরির ছেলে আমির হোসেন পাঙ্গাশিয়া মৌজায় সাব কবলা রেজিস্ট্রি মূলে ও পরে বেকর্ডমূলে সম্পত্তির মালিক হিসেবে দীর্ঘ কয়েকবছর যাবত ভোগদখল করছেন। ওই জমিতে লোলুপ দৃষ্টি পড়ে ছোট ভাই শফিউল্যাহর। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। পরে স্থানীয় পর্যায়ে একাধিকবার শালিস হলেও তা অমান্য করে জমি জবরদখলের পায়তারা করে শফিউল্যাহ।
তারই সূত্র ধরে শনিবার সকাল ১০টায় দেশীয় অস্ত্রেশস্ত্র নিয়ে আমির হোসেনের বসতঘরে হামলা ও ভাঙচুর চালায় শফিউল্যাহ এবং তার ছেলে নিরবসহ তাদের দোসররা।
বসতঘরে ভাঙচুরে বাঁধা দিতে গেলে হামলাকারীদের আঘাতে গুরুত্বর আহত হন আমির হোসেনের মেয়ে সুরমা বেগম। এসময় তাকে রক্ষা করতে গিয়ে আহত হন আমির হোসেন, ইয়াসমিন বেগম ও নুরজাহান। এসময় মহিলাদের সাথে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয় বলেও অভিযোগে উল্লেখ্য করা হয়।
এদিকে বসতঘরে হামলা ভাঙচুর ও ঘরের লোকদের মারধরের ঘটনায় করা মামলার এজাহার নামীয় ১ নাম্বার আসামী মোঃ শফিউল্যাহ কে আটক করা হয়েছে।