সোমবার, ১৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সাকা চৌধুরীর পক্ষে ৪ পাকিস্তানিসহ ৭ জনের আবেদন
সাকা চৌধুরীর পক্ষে ৪ পাকিস্তানিসহ ৭ জনের আবেদন
লালমোহন বিডিনিউজ ,সোহেল ঢাকা:বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রিভিউ শুনানিতে তার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য পাঁচজন বিদেশি নাগরিকসহ সাতজন আবেদন করেছেন। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সোমবার এ আবেদন দায়ের করেন তার আইনজীবীরা। সাতজনের মধ্যে চারজন পাকিস্তানি, একজন আমেরিকান ও দুজন বাংলাদেশি নাগরিক।
আবেদনকারী বিদেশীরা হলেন- পাকিস্তানের প্রাক্তন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মোহাম্মদ মিয়া সুমরু, জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য কর্মকর্তা ইশাক খান খাকওয়ানি এবং ডন মিডিয়া গ্রুপের চেয়ারপারসন আম্বার হারুন সাইগল, মুনিব আরজামান্দ ও ফিজির প্রাক্তন আমেরিকান রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক। বাংলাদেশের দুজন হলেন- হাইকোর্টের বিচারপতি শামীম হাসনাইন ও তার মা জিন্নাত আরা বেগম।
গত ২৯ জুলাই সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিল মামলার সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদ- বহাল রেখে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ রায় প্রদান করেন। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ২০১৩ সালের ১ অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয়।