
শনিবার, ২৪ জুলাই ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ঢাকা পৌঁছেছে ঢাকা থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার টিকা।। লালমোহন বিডিনিউজ
ঢাকা পৌঁছেছে ঢাকা থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার টিকা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্কঃ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার টিকা ঢাকায় এসেছে। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এ টিকা দিয়েছে জাপান।
আজ শনিবার (২৪ জুলাই) পাঠানো এ টিকা বাংলাদেশের জন্য জাপানের উপহারের প্রথম চালান। প্রথম চালান হিসেবে আজ এসছে ২ লাখ ৪৫ হাজার ২শ’ টিকা। টিকা বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাড়ে তিনটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপহারের টিকা গ্রহণ করেন। টিকা হস্তান্তর করেন জাপানের রাষ্ট্রদূত নাইকো ইতো নাওকি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, শিগগিরই যৌথভাবে দেশে টিকা উৎপাদন করা যাবে। এসময় জাপানের রাষ্ট্রদূত জানান, এক মাসের মধ্যে আরও ২৮ লাখ টিকা আসবে। পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১৫টি দেশের জন্য ১ কোটি ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভ্যাক্সের আওতায় দেয়ার ঘোষণা দিয়েছেন।
বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান। করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সর্বপ্রথম ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকাদান গত ২৭ জানুয়ারি শুরু হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দেশে করোনায় ২য় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ হার ও মৃতের সংখ্যা।