বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » নির্বাচনী এলাকার মানুষের সাথে এমপি শাওনের ঈদ উদযাপন ।। লালমোহন বিডিনিউজ
নির্বাচনী এলাকার মানুষের সাথে এমপি শাওনের ঈদ উদযাপন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ প্রতিবারের মতো এবারও নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনবাসীর সাথে ঈদ উদযাপন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
২০১০ সালের ২৪ এপ্রিল একটি উপনির্বাচনের মধ্য দিয়ে লালমোহন-তজুমদ্দিনের প্রায় পাঁচ লাখ মানুষের অভিভাবক নির্বাচিত হন শাওন। এরপর থেকে প্রতিটি ঈদ আনন্দ এলাকার মানুষের সাথে উদযাপন করেছেন তিনি। এবারো তার ব্যাত্যয় ঘটেনি।
পবিত্র ঈদ উল আজহা’র দিন সকাল সাড়ে সাত টায় লালমোহন পৌরসভা ১নং ওয়ার্ডে নিজের পিতার নামে স্থাপিত মারকাজুল উলুম আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী ক্বওমী মাদ্রাসা সংলগ্ন জান্নাতুল ফেরদাউস জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। পরে মরহুম পিতার কবর জিয়ারত ও পশু কুরবানি শেষ করেই নেমে পড়েন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীর খোঁজে।
উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক জনাব প্রফেসর বজলুর রহমান মিয়াসহ আওয়ামী লীগের প্রবীণ নেতাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তাঁদের বাসয় যান, তাঁদের শারীরিক খোঁজ খবর নেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
পরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন, রমাগঞ্জ ইউনিয়ন, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
বিকেলে লালমোহন উত্তর বাজারস্থ বায়তুল রেদোয়ান জামে মসজিদ প্রাঙ্গণে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত লালমোহন বাজারের পাদুকা ব্যবসায়ী মো. ফারুক এর জানাযায় অংশগ্রহণ করেন এমপি শাওন।
নিজ নির্বাচনী এলাকার মানুষের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে ঈদের দুদিন আগে ঢাকা থেকে লালমোহন আসেন তিনি। এসেই করোনাকালীন সময়ে লালমোহন ও তজুমদ্দিনের অসহায় হয়ে পড়া অতিদরিদ্র ও কর্মহীন মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার (খাদ্য সহায়তা) তুলে প্রতিটি পরিবারের ঈদ আনন্দ নিশ্চিতে ব্যস্ত হয়ে পড়েন। তাদের হাতে প্রধানমন্ত্রীর সহায়তা পৌঁছে দিয়ে উপজেলার প্রায় পাঁচশত ইমাম মুয়াজ্জিনদের মাঝে নিজ অর্থায়নে করোনায় সুরক্ষা সামগ্রী ও নগদ এক হাজার টাকা করে বিতরণ করেন এমপি শাওন।
সর্বপরি নিজ নির্বাচনী এলাকার মানুষের ঈদ আনন্দ নিশ্চিতে সর্বদা সচেষ্ট ছিলেন এমপি শাওন।
এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও নির্দেশনায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং যতদিন বেঁচে থাকবো, মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, সব মানুষেরই পরিবার থাকে, পরিবারের সদস্য থাকে। তেমনি লালমোহন-তজুমদ্দিন আমার পরিবার, আর পাঁচ লক্ষ মানুষ এ পরিবারের সদস্য। এ বিশাল পরিবারের প্রতিটি সদস্যের সুখই আমার সুখ। তাদের শান্তি নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। পরিশেষে মহামারী করোনা থেকে নিজেকে ও পরিবারের সদস্যদের কে রক্ষা করতে সকলকে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহবান জানান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।