বুধবার, ২১ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনায় আরও ১৭৩ জনের প্রাণহানি।। লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় আরও ১৭৩ জনের প্রাণহানি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট প্রাণহানি ১৮ হাজার ৪৯৮ জন। শনাক্ত হয়েছে ৭ হাজার ৬২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯শ ৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৮ দিন পর একদিনে সর্বনিম্ন ৭ হাজার ৬১৪ জন শনাক্ত হয়েছে। তবে এ পর্যন্ত জুলাই মাসের প্রায় প্রতিদিনই শনাক্তের সংখ্যা ছিল ১১ ও ১২ হাজারের ঘরে। একদিনে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭শ’ ৪ জন। এ নিয়ে মোট সুস্থ ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন। সুস্থতার হার ৮৪ দশমিক পাঁচ ছয়।