বুধবার, ২১ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কুরবানির গোসতে পাওয়া গেলো আল্লাহ’র নাম!।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে কুরবানির গোসতে পাওয়া গেলো আল্লাহ’র নাম!।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ও কুরবানির উদ্দেশ্যে জবাই করা গরুর গোসতে আল্লাহ’র নাম লেখা দেখা গেছে।
বুধবার (২১ জুলাই) ঈদের দিন সকালে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড কালামুল্লাহ গ্রামের আলী আজগর মিয়ার বাড়িতে এমন দৃশ্য ধরা পড়ে। সংবাদ শুনে দৃশ্যটি দেখতে ভীড় জমায় আশেপাশের এলাকার মানুষ।
জানা যায়, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে একটি গরু কূরবানি করেন ধলীগৌরনগর ইউনিয়ন ছাত্রলীগের সিনিঃ সহ-সভাপতি মোঃ শরিফ ইসলাম জয়। গরু জবাইয়ের পরে গোস্তগুলো টুকরো করার সময় একটি উরুর গোস্তের কয়েকটি টুকরায় আল্লাহ’র নাম সাদৃশ্য লেখা দেখতে পান তারা।
শরিফ জানান, আল্লাহর নাম লেখা গোস্তের টুকরোগুলোর ছবি তুলে ফেসবুকে আপলোড করেন তিনি। মুহুর্তেই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে গোসতের সেগুলো দেখতে ভীড় জমায় উৎসুক জনতা।