
সোমবার, ১৯ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে একদিনে সর্বোচ্চ ২৩১ মৃত্যুর রেকর্ড || লালমোহন বিডিনিউজ
দেশে একদিনে সর্বোচ্চ ২৩১ মৃত্যুর রেকর্ড || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৩১ জন। এর আগে গত ১১ জুলাই দেশে একদিনে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট মৃত্যু ছাড়িয়ে গেল ১৮ হাজার। শেষ পাঁচ দিনেই করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৭৩ জনের।
এদিকে, একই সময়ে দেশে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১৩ হাজার ২৩১ জনের শরীরে। এটি এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ। এর আগে গত ১২ জুলাই একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানার সই করা কোভিড সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একদিনে সর্বোচ্চ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে ২৩১ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণ নিয়ে। এর আগে গত ১১ জুলাই ২৩০ জন ও ১৫ জুলাই ২২৬ জন মারা গিয়েছিলেন করোনা সংক্রমণে। এই দুই দিনের পরিসংখ্যান ছাড়িয়ে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু নতুন রেকর্ড গড়েছে।
এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন ১৮ হাজার ১২৫ জন। এর মধ্যে গত ১৪ জুলাই করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু ১৭ হাজার ছাড়িয়েছিল। সে হিসাবে মাত্র পাঁচ দিনেই এক হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়। সুনির্দিষ্টভাবে বললে এই পাঁচ দিনে এক হাজার ৭৩ জন মারা গেছেন করোনা সংক্রমণ নিয়ে।