সোমবার, ১৯ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভোলায় করোনা ইউনিটে দুই জনের মৃত্যু ।।লালমোহন বিডিনিউজ
ভোলায় করোনা ইউনিটে দুই জনের মৃত্যু ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু।
এদের মধ্যে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের আবুল কালাম (৫৮) করোনা আক্রান্ত হয়ে এবং লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আনিসুল হক (৫৫) উপসর্গ নিয়ে মারা গেয়েছে।
রবিবার রাতে ভোলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা: নিরুপম সরকার সোমবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন।
ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র জানয়, ভোলায় গত ২৪ ঘন্টায় ১২৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৪৭ জন ভোলা সদর, দৌলতখানে ৪ জন, ৭ জন বোরহানউদ্দিন, এক জন তজুমদ্দিন ও ৩ জন মনপুরা উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৪৯.৬ শতাংশ।
একদিন আগে শনিবার আক্রান্তের হার ছিল ৫৩.৫০ শতাংশ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৪৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১১৪ জন।
গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি ১৫ জনসহ বর্তমানে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৩৮ জন ভর্তি রয়েছে। এ পর্যন্ত ভর্তি হয়েছেন ১০০৪ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ২৮জনের।
সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১৬ হাজার ৮৫৪ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।