সোমবার, ১৯ জুলাই ২০২১
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে স্বাস্থ্যবিধি অমান্য; ভ্রাম্যমাণ আদালতের অভিযান ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে স্বাস্থ্যবিধি অমান্য; ভ্রাম্যমাণ আদালতের অভিযান ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে স্বাস্থ্যবিধি অমান্য করে যাত্রী পরিবহন করায় দুটি বাস, দুটি দোকান ও পথচারীসহ ১১জনকে ১৪ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ জুলাই) বিকেলে লালমোহন বাজারের থানার মোড়সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম।
এসময় স্বাস্থ্যবিধি অমান্য করে যাত্রীবাহি বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় দুটি বাসস্টাফকে ৫হাজার করে জরিমানা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি অমান্য করায় দুই দোকানিসহ ও মাস্কবিহীন বাইরে বেরুনোর দায়ে পথচারীদেরকেও জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম বলেন, গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের কথা থাকলেও তারা সেই নির্দেশ অমান্য করায় অভিযান চালানো হয়েছে। এছাড়াও যারা মাস্কবিহীন বাইরে ঘোরাঘুরি করছে তাদেরকেও আইনের আওতায় আনা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।