
রবিবার, ১৮ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে দেয়াল লাইব্রেরি “ক্ষণিকা”য় বই দিলো জাতীয় সাংবাদিক সংস্থা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে দেয়াল লাইব্রেরি “ক্ষণিকা”য় বই দিলো জাতীয় সাংবাদিক সংস্থা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলা ভূমি অফিসে জনসাধারণের অবসরে পড়ার জন্য স্থাপিত “ক্ষণিকা”র জন্য ৫টি মূল্যবান বই তুলে দিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা (লালমোহন শাখা)।
রবিবার (১৮ জুলাই) সকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম এর হাতে এসব বই তুলে দেন জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন শাখার সভাপতি ও দৈনিক সংবাদ’র প্রতিনিধি শাহীন কুতুব।
বইগুলো হলো, শেখ সা’দীর (রহ.) রচিত “নসীহতনামা”, মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী’র “হালাল ও হারাম” মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক রচিত “প্রচলিত ভুল”, এ.কে.এম. এমদাদ উল্লাহ রচিত ” কেয়ামতের আগে ও পরে”, মৌলভী মুহাম্মদ মুছলেহুদ্দীন রচিত “বিশ্বনবীর মহান আদর্শ”।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা’র সাধারণ সম্পাদক ও আমাদের নতুন সময় প্রতিনিধি সালাম সেন্টু ও সদস্য ও দৈনিক আজকের পত্রিকা’র প্রতিনিধি মনজুর রহমান।
ক্ষণিকা’র জন্য মূল্যবান এসব বই উপহার দেয়ার জাতীয় সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদুল ইসলাম।
উল্লেখ্য, উপজেলা ভূমি অফিসে আসা সেবাপ্রার্থীদের অপেক্ষার সময় যাতে বিরক্তিকর না হয়ে বরং আনন্দদায়ক হয় সেই উদ্যেশ্যকে সামনে রেখে গত ৪ এপ্রিল অফিস কক্ষের সামনে “ক্ষণিকা” নামে দেয়াল লাইব্রেরি স্থাপন করেন সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদুল ইসলাম।