
রবিবার, ১৮ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুত শ্রমিকের মৃত্যু || লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুত শ্রমিকের মৃত্যু || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে বিদ্যুতায়িত হয়ে মোঃ ফারুক (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মোঃ ফারুক কালমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরলক্ষী গ্রামের মৃত মজিবল হকের ছেলে। দুই ছেলে ও এক মেয়ের জনক সে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত স্থানীয় পল্লী বিদ্যুতের লাইন শ্রমিকের কাজ করতো ফারুক। রবিবার বিকেলে ডাওরী বাজারের দক্ষিণ পাশে পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে লাইন মেরামত করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয় সে। এসময় তার শরীরে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।