শনিবার, ১৭ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে প্রতিদিনের অভিযানেও ফিরছে না সচেতনতা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রতিদিনের অভিযানেও ফিরছে না সচেতনতা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ মহামারী করোনার সংক্রমণ রোধে ভোলার লালমোহনে প্রতিদিনই অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। তবুও যেন জনগণের মাঝে নূন্যতম সচেতনতা দেখা যাচ্ছে না।
আজ শনিবার দুপুরে লালমোহন উপজেলাধীন বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম।
এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ও মাক্সবিহীন চলাচলের জন্য ৯জন কে ২২০০ টাকা জরিমানা করেন তিনি। পাশাপাশি পথচারীদের মাঝে মাক্স বিতরণ করেন তিনি।
এদিকে সরকার কর্তৃক ঘোষিত দুই সপ্তাহের লকডাউন আগামী ২৩ জুলাই পর্যন্ত শিথিল করায় ও আসন্ন ঈদুল আজহা কে ঘিরে বাজারে সাধারণ মানুষের চলাচল বেড়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া, রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট, রায়চাঁদ, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজার, কালমা ইউনিয়নের ডাওরি বাজার, ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল সিকদার বাজারসহ লালমোহন সদর বাজার ঘুরে দেখা গেছে, ঈদের কেনাকাটার জন্য বাজারে নারী-পুরুষ শিশুসহ বেড়েছে মানুষের সমাগম। তবে এদের বেশিরভাগের মধ্যেই মাক্স পরিধানে অনিহা লক্ষ্য করা গেছে।
তবে ক্রেতা-বিক্রেতা কেউই মানছেন না স্বাস্থ্যবিধি, পড়তে দেখা যায়নি মাক্স, মানছেন না সামাজিক দুরত্ব।
অন্যদিকে সাধারণ মানুষের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে ছোট বড় যান চলাচল। অতিরিক্ত যান চলাচলের ফলে দেখা গেছে যানজটের অতিপরিচিত চিত্র।
তবে ছিলনা স্বাস্থ্যবিধির বালাই। মাক্স পরতে দেখা যায়নি অধিকাংশ চালক ও যাত্রী কে। লকডাউন শিথিলতার সাথে সাথে যেন করোনা কেও ছুটি দেয়া হয়েছে।