বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা-শিক্ষামন্ত্রী || লালমোহন বিডিনিউজ
ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা-শিক্ষামন্ত্রী || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : কোভিড-১৯ নভেল করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে এলে সংক্ষিপ্ত সিলেবাসে নভেম্বরের ২য় সপ্তাহে এসএসসি ও সমমান এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, এসএসসিতে আবশ্যিক বিষয়ে মূল্যায়ন হবেনা। তিনটি নৈর্বাচনিক বিষয়ে নম্বর ও সময় কমিয়ে পরীক্ষা হবে। গ্রুপভিত্তিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে সিলেবাস শেষ করা হবে। ঈদের পর অনলাইনে হবে এইচএসসি’র ফরম পূরণ। পরীক্ষা নেয়া সম্ভব না হলে অ্যাসাইনমেন্ট ও পূর্বের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
তিনি আরও বলেন, চলতি মাস থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১২ সপ্তাহে ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সংক্ষিপ্ত সিলেবাস কাভার করেই নেওয়া হবে এসএসসি ও এইচএসসি। অ্যাসাইনমেন্টগুলো নেওয়া হবে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি হিসেবে। এসময় গুরুত্বের সঙ্গে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট করার আহবানও জানান শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারি থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। তবে গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষার্থীদের ৬০ কর্মদিবসের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ক্লাস করানো সম্ভব হয়নি। সর্বশেষ আগামী ৩১ জুলাই পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।