বুধবার, ১৪ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ভস্মীভূত, আহত-২।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ভস্মীভূত, আহত-২।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১টি বসতঘর।
মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে পৌর ৪নং ওয়ার্ড নয়ানীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, ওই এলাকার মৃত আঃ রশিদ হাওলাদারের ছেলে কিরণ ও কিরণের স্ত্রী রোজিনা বেগম।
এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
লালমোহন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান হাওলাদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় রাত ৪টা ২৫ মিনিটে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং রাত ৫টা ৩৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের আগুনের সূত্রপাত ধারণা করছেন জানিয়ে স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ৮/৯ লক্ষ টাকার ক্ষতি হতে পারে।
এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমোহন থানা অফিসার ইনচার্জ ওসি মাকসুদুর রহমান মুরাদ।
পরে আহত কিরণ ও তার স্ত্রী রোজিনা বেগম কে দেখতে স্থানীয় গ্রীণ লাইফ হসপিটালে যান তিনি।
এসময় ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগানো হতে পারে বলে ধারণা করেন আহত কিরণ।
লালমোহন থানা অফিসার ইনচার্জ ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘর মালিক রবিন জানান, পরিবারের সকল সদস্যরা
ঘুমে ছিলেন। হঠাৎই ঘুম ভেঙে গেলে দেখি ঘরের চারদিকে আগুন জ্বলছে। এসময় পরিবারের অন্য সদস্যদের কে ঘর থেকে বের করতে সক্ষম হলেও তত