মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছে লালমোহন পৌরসভার পাঁচ হাজার ৬২১ সুবিধাভোগী || লালমোহন বিডিনিউজ
প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছে লালমোহন পৌরসভার পাঁচ হাজার ৬২১ সুবিধাভোগী || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন (ভোলা) প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদেয় সহায়তা (ভিজিএফ ও জিআর) আওতায় চাল পাচ্ছে ভোলার লালমোহন পৌরসভার ৫ হাজার ৬২১জন সুবিধাভোগী।
মঙ্গলবার(১৩ জুলাই) সকালে পৌরসভার পৌরসভার অতিদরিদ্র ও অসহায়দের মাঝে এসব চাল বিতরণ করেন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন।
পৌরসভা সূত্রে জানা গেছে, মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসের প্রাদুর্ভাবে সাময়িক কর্মহীন, অতিদরিদ্র ও অসহায় জনগণের জন্য পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সহায়তার মধ্যে ভিজিএফ এর আওতায় ১০ কেজি করে চাল পাবেন ৪ হাজার ৬২১ জন এবং জিআর এর আওতায় ১০ কেজি করে চাল পাবেন এক হাজার সুবিধাভোগী। গত সোমবার থেকে পৌরসভার সুবিধাভোগীদের মাঝে এসব চাল বিতরণ শুরু হয়েছে বলে জানায় পৌর কর্তৃপক্ষ।