রবিবার, ১৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বিবিধ | শিরোনাম | সর্বশেষ » ভিসা ছাড়াই সরকারি কর্মকর্তাদের বাংলাদেশ-মালয়েশিয়া সফর
ভিসা ছাড়াই সরকারি কর্মকর্তাদের বাংলাদেশ-মালয়েশিয়া সফর
লালমোহন বিডিনিউজ : এখন থেকে মালয়েশিয়া ভ্রমণের জন্য ঢাকা থেকে আর ভিসা নেওয়ার প্রয়োজন হবে না কূটনীতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের কূটনীতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা নেওয়া ছাড়াই ভ্রমণ করতে পারবেন। প্রতিবার ভ্রমণে তাঁরা এক মাস অবস্থান করতে পারবেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়ালালামপুর সফরকালে পুত্রাজায়ায় দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়।