রবিবার, ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ডাকাতির প্রস্ততিকালে একজন গ্রেপ্তার।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ডাকাতির প্রস্ততিকালে একজন গ্রেপ্তার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনের সোনাপুরে ডাকাতি প্রস্ততিকালে পুলিশ অভিযান চালিয়ে জলদস্যু ফোরকান বাহিনীর সদস্য নাজিমউদ্দিনকে আটক করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।
রবিবার (১১ জুলাই) নাজিমউদ্দিনকে জেল হাজতে পাঠানো হয়।
তজুমদ্দিন থানার ওসি তদন্ত এনায়েত হোসেন জানান, শনিবার দুপরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে সোনাপুরের চাপড়ীতে ডাকাতি প্রস্ততিকালে নাজিমউদ্দিন পিতা মোঃ কাদের পণ্ডিত সাং চাপড়ী ৭নং ওয়ার্ড সোনাপুরকে আটক করা হয়। তার বিরুদ্ধে
৬টি ওয়ারেন্টসহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। সে মেঘনার জলদস্যু ফোরকান বাহিনীর সদস্য বলে জানাগেছে। ইলিশ মৌসুমে মেঘনাকে জলদস্যু মুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।