রবিবার, ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের শাকিল নামে এক বাসিন্দা কিছুদিন আগে বিদ্যুতায়িত মারা যায়। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অসহায় হয়ে পরে তার পরিবার। তাই অসহায় ওই পরিবারকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার সাতবাড়িয়া এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নিহত শাকিলের স্ত্রী সালমা বেগমের হাতে জেলা প্রশাসক থেকে বরাদ্দকৃত এ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাঘ ঘোষ, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান জানান, ভূমিহীন ও গৃহহীন হওয়ায় শ্রমিক শাকিল ও তার স্ত্রী সালমা বেগমকে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর দেয়া হয়। তাদের সাড়ে ৩ বছরের এক শিশু সন্তানও আছে। কিন্তু শাকিল বাঁশ কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করে। তার পরিবারকে আর্থিক সহায়তার জন্য ভোলা জেলা প্রশাসক মহোদয়কে বললে, তিনি ২০ হাজার টাকা বরাদ্দ দেন।