রবিবার, ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সরকারি দাপ্তরিক কাজ ভার্চুয়ালি করার নির্দেশ।।লালমোহন বিডিনিউজ
সরকারি দাপ্তরিক কাজ ভার্চুয়ালি করার নির্দেশ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : কঠোর বিধিনিষেধে সব সরকারি দাপ্তরিক কাজ ভার্চুয়ালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রবিবার (১১ জুলাই) সকালে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এই সময়ের মধ্যে সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চুয়ালি সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিনিয়র সচিবদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।
ভার্চুয়াল পদ্ধতির মধ্যে ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস এবং ও হোয়াটসঅ্যাপের কথা বলা হয়েছে।