শনিবার, ১০ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » এমপি শাওনের বাবা হাজী নুরুল ইসলাম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত।। লালমোহন বিডিনিউজ
এমপি শাওনের বাবা হাজী নুরুল ইসলাম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের বাবা হাজী নুরুল ইসলাম চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার জোহরবাদ লালমোহন উপজেলা হাজী নুরুল ইসলাম চৌধুরী মারকাজুল উলুম কওমী মাদ্রাসা মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মাওঃ আব্দুল আউয়াল। এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরল আলম হাওলাদারসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের পিতা হাজী নুরুল ইসলাম চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন মসজিদে জোহরবাদ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আসরবাদ হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে ও রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জামাল উদ্দিনের উদ্যোগে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।