শনিবার, ১০ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে দুই করোনা রোগীর বাড়ি লকডাউন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে দুই করোনা রোগীর বাড়ি লকডাউন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের একই বাড়ির দুইজনের করোনা শনাক্ত হওয়ায় তাদের বাড়ি লকডাউন ঘোষণা করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম।
শনিবার দুপুরে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার গৌণমুনি বাড়ি লকডাউন ঘোষণা করেন তিনি। আক্রান্তরা হলেন, ওই বাড়ির গুণধর চন্দ্র দাসের ছেলে গোবিন্দ চন্দ্র দাস ও সিপন চন্দ্র দাস।
জানা যায়, ৫ দিন আগে গোবিন্দ চন্দ্র দাস ও সিপন চন্দ্র দাসের করোনা পজেটিভ আসে। শনাক্ত হয়েও তারা বাইরে ঘোরাঘুরি করায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আজ শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে ওই বাড়ি লকডাউন ঘোষণা করেন সহকারী কমিশনার (ভূমি)।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম লালমোহন বিডিনিউজ ডটকম কে বলেন, সংবাদ পেয়ে আজ দুপুরে ওই বাড়ি লকডাউনের আওতায় আনা হয়েছে এবং আক্রান্তদের সহযোগিতার জন্য স্থানীয় চেয়ারম্যান কে বলা হয়েছে। এরপরও সরকারের পক্ষ থেকেও তাদেরকে সহযোগিতা করা হবে।
এদিকে এদিন লকডাউন অমান্য করে বাইরে ঘোরাঘুরির দায়ে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার ও রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারে ৭জনকে ৩হাজার ৪শ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম।