
শনিবার, ১০ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘ক্ষতিগ্রস্ত ঘরগুলোর সংস্কার কাজ চলছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা’|| লালমোহন বিডিনিউজ
‘ক্ষতিগ্রস্ত ঘরগুলোর সংস্কার কাজ চলছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা’|| লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট প্রকল্পের ক্ষতিগ্রস্ত ঘরগুলো সংস্কার কাজ চলছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে -এমনটি জানিয়েছেন আশ্রয়ন প্রকল্প-২ এর উপ-পরিচালক জাহেদুর রহমান ।
প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পের কোন কোন এলাকায় ঠিকাদারের গাফিলতি, দুনীতি ও নতুন ভরাট করা মাটিতে ঘর নির্মাণের কারণে বিভিন্ন জায়গায় বেশকিছু ঘরে ফাটল ধরার অভিযোগ উঠার পর তা সরেজমিনে পরিদর্শন করেন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সারাদেশে পাঁচটি টিম একযোগে সে সব অভিযোগ ও সংস্কার কাজ পরিদর্শন করছেন। হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটের বেশকিছু প্রকল্প পরিদর্শন শেষে আশ্রয়ন প্রকল্প-২ এর উপ-পরিচালক জাহেদুর রহমান জানিয়েছেন,যে সব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেগুলো ঠিক করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় ইতিমধ্যেই দুই ধাপে এক লাখ ২৩ হাজার গৃহহীন ও ভূমিহীন মানুষকে ঘর দেয়া হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে আরও এক লাখ মানুষকে উপহারের ঘর দেয়া হবে।