বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » দেশে সর্বোচ্চ শনাক্তঃ আরও ১৯৯ জনের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
দেশে সর্বোচ্চ শনাক্তঃ আরও ১৯৯ জনের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্কঃ দেশে একদিনে সর্বোচ্চ ১১ হাজার ৬শ ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৯ লাখ ৮৯ হাজার ২শ ১৯ জন।
দেশে করোনা সংক্রমণের ৪৮৮ তম দিনে আজ বৃহস্পতিবার (৮ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৮শ’ ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১১ হাজার ৬শ ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। এনিয়ে মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৮৯ হাজার ২শ ১৯। শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ১৯৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এর মধ্যে ১০৭ জনই ৬০ ঊর্ধ্ব । এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৭৯২ জনে। গেল ২৪ ঘণ্টায় মৃত্যুর হার ১.৬০। একদিনে সুস্থ হয়েছে ৫ হাজার ৮শ ৪৪ জন; এনিয়ে মোট করোনা থেকে সেরে উঠেছেন ৮ লাখ ৫৬ হাজার ৩শ ৪৬ জন। গেল ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬.৫৭।