বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ পারভেজ (২৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ড সবুজবাগ এলাকার সেলিমের বাসা থেকে তাকে আটক করা হয়। আটক পারভেজ একই ওয়ার্ডের নয়ানী গ্রামের আঃ মালেকের ছেলে। দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকলেও ধরাছোঁয়ার বাইরে ছিল সে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মোঃ মাহমুদুল হাসান ও শাহজালালসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পৌর ৫নং ওয়ার্ড সবুজবাগ এলাকা থেকে পারভেজ কে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ ও পুলিশ সুপারের নেতৃত্বে নিয়মিত মাদক অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ পারভেজ কে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৬, তারিখ ৮জুলাই।
পারভেজের সাথে আর কেউ জড়িত আছে কিনা, তা খোঁজ নিয়ে জড়িতদেরকেও আইনের আওতায় আনা হবে বলেও জানান থানার এ কর্মকর্তা।