বুধবার, ৭ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান এর বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দিয়েছে লালমোহন প্রেসক্লাব।
বুধবার সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও আল নোমান এর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।
প্রেসক্লাব সভাপতি আবদুস সাত্তার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম জনি’র সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদ হাসান লিটন, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আলম মাকসুদ প্রমুখ।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।