মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ আশরাফ বাবলু’র ইন্তেকাল।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ আশরাফ বাবলু’র ইন্তেকাল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, ওয়েস্টার্ন পাড়া ব্রিজ সংলগ্ন ইমা চক্ষু সেন্টারের পরিচালক ডাঃ আশরাফ উদ্দিন বাবলু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে লালমোহন সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড তালুকদার বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
ডাঃ আশরাফ উদ্দিন বাবলু লালমোহন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেমিস্ট এন্ড ড্রাগীস্ট সমিতির সভাপতি দায়িত্বও পালন করেছেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লালমোহন প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গরা।
আজ (মঙ্গলবার) রাত ১০ টায় তার নিজ বাড়িতে জানাযা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে শায়িত জরা হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।