মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » দেশে করোনায় আরও ১৬৩ জনের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় আরও ১৬৩ জনের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৩৯২ জনের।
দেশে একদিনে সর্বোচ্চ ১১ হাজার ৫শ ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৯ লাখ ৬৬ হাজার ৪শ ৬ জন।
আজ মঙ্গলবার (৬ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৬শ ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষা। এতে ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩১ দশমিক চার ছয়। এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৪শ’ ৩৩ জন। মোট সুস্থ ৮ লাখ ৪৪ হাজার ৫শ ১৫ জন। গেল ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭ দশমিক তিন নয় শতাংশ।
গত ২৪ ঘণ্টায় অন্যান্য বিভাগের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। এরপরই আছে ঢাকা বিভাগ, এখানে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চট্টগ্রাম ও রাজশাহীতে ২৪ জন করে, রংপুর ১১, বরিশালে ৬, ময়মনসিংহে ৫ এবং সিলেটে দুইজনের মৃত্যু হয়েছে।