সোমবার, ৫ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » যেকোন সময় শুরু হবে গণটিকার নিবন্ধন-স্বাস্থ্য অধিদপ্তর।। লালমোহন বিডিনিউজ
যেকোন সময় শুরু হবে গণটিকার নিবন্ধন-স্বাস্থ্য অধিদপ্তর।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্কঃ দেশব্যাপী আবারও করোনার গণটিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এ অবস্থায় আগামী দুই/একদিনের মধ্যে নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ১২টি সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে মডার্নার টিকা আর জেলা-উপজেলা পর্যায়ে দেওয়া হবে চীন থেকে কেনা সিনোফার্মের টিকা।
যদিও এসব সিটি করপোরেশনের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। সিনোফার্মের টিকা উপজেলা পর্যায়ে পৌঁছানো এবং সার্ভার পুরোপুরি প্রস্তুত হলে যেকোনো সময় এই কার্যক্রম শুরু হবে।
গত ৭ই ফেব্রুয়ারি থেকে দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। কিন্তু মাঝে কিছু দিন স্বল্পতার কারণে টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। এরপর গত শুক্র ও শনিবার মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ টিকা দেশে পৌঁছায়।
গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।