রবিবার, ৪ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে দেশ।। লালমোহন বিডিনিউজ
কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে দেশ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্কঃ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে চলছে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ। আজ রবিবার বিধিনিষেধের চতুর্থ দিন।
বিধিনিষেধ কার্যকরে মাঠে রয়েছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সদস্যরা। রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
জরুরি প্রয়োজন ছাড়া অকারণে বাইরে বের হওয়ায় শনিবার রাজধানী থেকে ৬২১ জনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীতে প্রথম দিন ৫৫০, দ্বিতীয় দিন ৩২০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে র্যাবের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার ১৮২ জনকে এক লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা টাকা জরিমানা করা হয়। এর আগে শুক্রবার ২১৩ জনকে দুই লাখ ১৫ হাজার ৫৪০ টাকা জরিমানা করা হয়।
গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯