
রবিবার, ৪ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে লকডাউনের ৪র্থ দিনে সাড়ে আট হাজার টাকা জরিমানা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে লকডাউনের ৪র্থ দিনে সাড়ে আট হাজার টাকা জরিমানা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের চতুর্থ দিনেও কঠোর অবস্থান ছিল প্রশাসনের।
রবিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান ও সহকারী কমিশনার (ভূমি)মোঃ জাহিদুল ইসলাম।
এসময় লালমোহন বাজারে দোকান খোলা রাখার দায়ে দুই দোকানীকে ৭হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান।
অপরদিকে বিনা প্রয়োজনে বাইরে বেরুনোর দায়ে ৪জন পথচারীকে ১৪শ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান জানান, সরকারি নির্দেশনানুযায়ী লকডাউন কার্যকরে প্রথম দিন থেকেই আমরা মাঠে রয়েছি। বিনা প্রয়োজনে বাইরে বেরুনোর দায়ে পথচারীদের জরিমানার পাশাপাশি সতর্ক করা হচ্ছে। ছোট যান চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নিতে লালমোহন থানা অফিসার ইনচার্জ কে বলা হয়েছে।
লকডাউন কার্যকরে ১জুলাই থেকেই সকাল, দুপুর ও বিকেলের কিছু অংশে মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারীদের জরিমানার পাশাপাশি কারাদণ্ড ও দেয়া হয়েছে বলেও জানান তিনি।