শনিবার, ৩ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিষপানে যুবতীর আত্মহত্যা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিষপানে যুবতীর আত্মহত্যা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে রাজিয়া বেগম (২০) নামের এক যুবতীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শুক্রবার বিকেল সাড়ে তিন টার দিকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের জিএম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। যুবতী ওই এলাকার মোঃ ইউসুফের মেয়ে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জিএম বাজার এলাকার ইউসুফের মেয়ে রাজিয়া বেগমের সাথে পাশ্ববর্তী ৮নং ওয়ার্ডের এক সেনা সদস্যের দীর্ঘদিন প্রেম চলছিল। এরই মধ্যে রাজিয়ার জন্য অন্যত্র বিয়ে ঠিক করার কারণে রাজিয়া বিষ পান করে। তবে রাজিয়ার মামা লোকমান প্রেমসংক্রান্ত কোন সমস্যা ছিল কিনা তা জানেনা বলে জানান।
লোকমান জানায়, নিজ বাড়ীতে বিষ পান করে রাজিয়া। তাকে প্রথমে লালমোহন হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় বরিশাল নেওয়া হয়। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাত ১১:৩০ মিনিটে সে মারা যায়।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রাজিয়ার মৃত্যু হয়। সেখানেই তার ময়নাতদন্ত হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।