
বুধবার, ৩০ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে রবিকর ফাউন্ডেশন’র সাথে সাংবাদিকদের মতবিনিময়।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে রবিকর ফাউন্ডেশন’র সাথে সাংবাদিকদের মতবিনিময়।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি ॥ লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠন রবিকর ফাউন্ডেশন এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে লালমোহন পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সরকারি পাবলিক লাইব্রেরীতে পাঠক বাড়ানো ও সংগঠনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় রবিকর ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের সভাপতি ফজলে রাব্বি নওফেল। একই সাথে নিজেদের স্বেচ্ছাশ্রমে পাঠকশূন্য পাবলিক লাইব্রেরিকে পাঠকপ্রিয় করে তুলতে গৃহিত নানাবিধ কার্যক্রমের কথা তুলে ধরেন তিনি। এর মধ্যে ১৫ জুন থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে পাঠক সংগ্রহ করে তাদের হাতে প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-রচিত তিনটি বই তুলে দেয়া হবে বলে জানানো হয়। এসব বই নির্ধারিত দিনে পাঠ শেষ করে সেই পাঠকদেরকে কুইজের আওতায় আনা ও বিজয়ীদেরকে পুরস্কিত করার মাধ্যমে সকলকে উদ্বুদ্ব করে বইপ্রেমী করে তোলারও সিদ্ধান্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাব সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক মোঃ জসিম জনিসহ স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্য ও বিভিন্ন প্রিণ্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।
উল্লেখ্য যে, এর আগে লালমোহনের অবহেলিত পাবলিক লাইব্রেরীকে সুসজ্জিত করার উদ্যোগ গ্রহণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাঠক চেয়ে বিজ্ঞাপন দিয়ে আলোচনায় আসে এ সংগঠনটি।