বুধবার, ৩০ জুন ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করােনায় আরও ১১৫ জনের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
দেশে করােনায় আরও ১১৫ জনের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১১৫ জনের। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১৪ হাজার ৫০৩ জনে দাঁড়ালো। এছাড়াও নতুন করে ৮ হাজার ৮২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জনে। এর আগে, গেল ২৮ জুন পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ছিলো ৮ হাজার ৩৬৪ জন।
বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা দেশে শনাক্তের ৪৮০তম দিনে এসে নমুনা পরীক্ষা বিবেচনায় দৈনিক করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫.১৩ শতাংশ। আর এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের হার ১৩.৮২ শতাংশ। এছাড়া গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৫০ জন। আর এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন। সে হিসেবে দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৩৮ শতাংশ।
এদিকে, গেল ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ১১৫ জনের মধ্যে ৭২ জন পুরুষ এবং ৪৩ জন নারী। দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৯ শতাংশ বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত মৃত্যু হওয়া ১৪ হাজার ৫০৩ জনের মধ্যে ১০ হাজার ৩২৫ জন পুরুষ এবং ৪ হাজার ১৭৮ জন নারী।