মঙ্গলবার, ২৯ জুন ২০২১
প্রথম পাতা » বিভাগের খবর | রাজশাহী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » রাজশাহীতে করোনায় একদিনে ২৫ জনের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
রাজশাহীতে করোনায় একদিনে ২৫ জনের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সারাদেশে বিধিনিষেধ স্বত্বেও থামছে না করোনায় মৃত্যুর হার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।
মৃতদের মধ্যে ১২ জন রাজশাহীর, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে ৫ জন করে এবং অন্য জেলার আছেন ৩ জন। এরা সবাই করোনা শনাক্ত এবং উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।
এ নিয়ে এই মাসে রাজশাহীর করোনা ইউনিটে মারা গেলেন ৩৪৩ জন। ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১৫ জনের নমুনা পরীক্ষায়, ৩৩৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে উত্তরের এ জেলায়। শনাক্তের হার ২১ দশমিক ১৭ শতাংশ।