শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বিনোদন | শিরোনাম | সর্বশেষ » বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রীকে ধর্ষণ, আটক ডাক্তার
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রীকে ধর্ষণ, আটক ডাক্তার
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক অভিনেত্রীর সঙ্গে সহবাসের অভিযোগে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে এক ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতর নাম উত্তীয় ব্রম্ভচারী।
পুলিশ জানতে পেরেছে, সোশ্যাল সাইটে এক বন্ধুর মারফৎ তার সঙ্গে বছর তিরিশের ওই অভিনেত্রীর আলাপ হয়। বাংলা ধারাবাবিক এবং গ্রুপ থিয়েটারের ওই অভিনেত্রী আবার রাজ্যের এক জনপ্রিয় কৌতুক অভিনেতার প্রাক্তন স্ত্রী বলে জানা গিয়েছে। দুজনের আলাপ ঘনিষ্ঠতায় পরিণত হলে অভিযুক্ত ডাক্তার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার অভিনেত্রীর সঙ্গে সহবাস করেন বলে অভিযোগ। এরপর ওই অভিনেত্রী বিয়ের জন্য চাপ দিতে শুরু করলে অভিযুক্ত ওই ডাক্তার বিয়ে করতে অস্বীকার করে বলে অভিযোগ। এরপরেই রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। মোবাইল লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।