শনিবার, ২৬ জুন ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ৩ দিনের সফরে ঢাকায় ভারতীয় বিমানবাহিনী প্রধান।।লালমোহন বিডিনিউজ
৩ দিনের সফরে ঢাকায় ভারতীয় বিমানবাহিনী প্রধান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের আমন্ত্রণে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া। শনিবার (২৬শে জুন) শনিবার বিকেলে তিনি ঢাকায় পৌঁছান।
যশোরে বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি প্যারেড ২০২১-এ কমিশন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান।
সফরে তিনি বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও বিমানবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিগুলোও পরিদর্শন করবেন।
এছাড়া ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতীয় বিমানবাহিনী প্রধান।