
শুক্রবার, ২৫ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » এমপি শাওনের চাচা খোকন পঞ্চায়েত’র ইন্তেকাল।। লালমোহন বিডিনিউজ
এমপি শাওনের চাচা খোকন পঞ্চায়েত’র ইন্তেকাল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর চাচা, উপজেলা আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন খোকন পঞ্চায়েত ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার রাত সাড়ে নয়টায় বরিশাল রাহাত আনোয়ারা হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী ও ১কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল বাদ জোহর লালমোহন কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে চাচার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
এক শোকবার্তায় তিনি বলেন, চাচা জসিম উদ্দিন খোকন পঞ্চায়েত’র অকাল মৃত্যুতে আমি চরমভাবে ব্যথিত ও মর্মাহত। একজন স্পষ্টভাষী ও সৎ লোক হিসেবে তাহার অনেক সুনাম ছিলো। মহান আল্লাহ আমার চাচাকে জান্নাতবাসী করুন। আমিন…..