শুক্রবার, ২৫ জুন ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনায় আরও ১০৮ জনের প্রাণহানি।।লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় আরও ১০৮ জনের প্রাণহানি।।লালমোহন বিডিনিউজ
লালেমাহন বিডিনিউজ, ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৯৭৬ জনে।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনে। এখন পর্যন্ত এটিই দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।
শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৬৫৩ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ।
এর আগে বৃহস্পতিবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৮১ জনের মৃত্যু হয়।