বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » এমপি শাওনের সাথে “রবিকর ফাউন্ডেশনের” সৌজন্য সাক্ষাত।।লালমোহন বিডিনিউজ
এমপি শাওনের সাথে “রবিকর ফাউন্ডেশনের” সৌজন্য সাক্ষাত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “রবিকর ফাউন্ডেশন” এর নেতৃবৃন্দরা।
২২ জুন (মঙ্গলবার) সকালে এমপি শাওন এর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
প্রায় বছর ধরে লালমোহনের বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করে আসছে রবিকর ফাউন্ডেশন।
সম্প্রীতি লালমোহনের অবহেলিত পাবলিক লাইব্রেরির সৌন্দর্য ফিরিয়ে এনে পুনরায় সচল ও পাঠকপ্রিয় করতে নানা উদ্যোগ গ্রহণ করে।
তাঁদের এ উদ্যোগে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান কে পাশে পায় তারা ।
সংগঠনটির এ উদ্যোগ কে আরও বেগবান করতে এমপি নুরন্নবী চৌধুরী শাওন এর সাথে দেখা করতে তাঁর বাসভবনে উপস্থিত হন নেতৃবৃন্দরা।
সাক্ষাৎকালে রবিকর ফাউন্ডেশন’র সভাপতি ফজলে রাব্বী সংগঠনের আয়োজনে আগামী মাসে অনুষ্ঠিতব্য “মুজিব সাহিত্য সমাচার”সহ সংগঠনের সকল কার্যক্রমগুলো তুলে ধরেন এবং ভবিষ্যতে তাঁকে পাশে পাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। এসময় “‘মুজিব সাহিত্য সমাচার” অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা ব্যক্ত করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জনাব গিয়াসউদ্দিন আহমেদ, সংগঠনটির সদস্যগণসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গরা।